ডুল্যান্সার হ্যাক করেছে হ্যাকাররা,ধন্যবাদ হ্যাকারদের

সূত্র: ডুল্যান্সার.কম সাইটটি হ্যাক হয়েছে। হ্যাক হয়েছে তাদের ফেসবুক ফ্যান পেইজ ও। আর সেখানে অনেক সুন্দর একটি মেসেজ ও দিয়ে দিয়েছে। আপনাদের জন্য মেসেজ টি এখানে দিয়ে দিলামঃ

ডুল্যান্সার-স্কাইল্যান্সারের মতো সাইট তরুণদের মেধাকে পঙ্গু করে দিচ্ছে
*****************************************
আমাদের দেশের কিছু কুলংগার দেশের বেকারদের বেকারত্বের এই সুযোগ নিয়ে আবার কোটি কোটি টাকা তুলে নিতে চাচ্ছে। এবারে সামনে নিয়ে এসেছে http://www.dolancer.com/ সাইটকে। এই সাইটটি সম্পূর্ণরুপে ভুয়া। আবারো বলছি সম্পূর্ণরুপে ভুয়া। এরা ডেস্টিনির মত নেটওয়ার্ক বিস্তার করতে চাইছে। দেশের প্রত্যন্ত অঞ্চলেও এদের হাজারো অনুসারী হয়ে গেছে। ১০০ ডলার বা ৭০০০ টাকার (কনভার্সান রেটটাও তারা কমিয়ে দিয়েছে) বিনিময়ে সেখানে সদস্য হতে হয়। তাদের সাইটের হোম পেজে তারা দাবী করছে The world’s largest outsourcing & Website leasing marketplace! অথচ একটু নীচেই দেখেন আছে
43644 freelance professionals
$559013.72 user earnings
0 projects completed
6 projects available
বিশ্বের সর্ববৃহৎ এই আউটসোর্সিং সাইটের কমপ্লিট কাজের সংখ্যা শূন্য। ধোঁকাবাজী আর কাকে বলে। তাদের সাইটের দাবী তারা নাকি ১২ বছরের অভিজ্ঞতা সম্পন্ন। অথচ আউটসোর্সিং নিয়ে যারা কাজ করেন তারা এই নাম আগে কখনো শুনেছেন কিনা সন্দেহ। সাইটের ডিজাইন খেয়াল করুন। একটা আন্তর্জাতিক মানের প্রফেশনাল সাইটের ডিজাইন কখনই এমন কি হয়? তাদের সাইটের নেভিগেশানগুলো লক্ষ করেন কোথাও কোন জব নেই। তাদের জব এবং টাকা হল মুখে মুখে। শুনেছি তারা নাকি প্রথম মাসে ২১০০ টাকা দেয় পে টু ক্লিক বা PTC কাজ দিয়ে। তো আপনার কাছ থেকে ৭০০০ টাকা নিয়ে আপনাকে ২১০০ টাকা দিলেও তাদের তো কোন লোকসান নেই। এরা খুব দ্রুত এদের নেটওয়ার্ক ছড়াচ্ছে। এদের থেকে সাবধান। ৭০০০ টাকা পানিতে ফেলবেন না।
তাদের সাইটের নীচে লেখা আছে powered By: Seochat লিংকটিতে গেলে দেখবেন বিজ্ঞাপনে ভরা একটা সাইট। কোন আন্তর্জাতিক মানের অউটসোর্সিং সাইটের মূল কোম্পনী এমন বিজ্ঞাপন নির্ভর হয় এটা প্রথম দেখা।
এখানে স্ববিস্তারে Dolance এর প্রতারনা ও অন্যান্য বিষয়াবলী সম্পর্কে Aটু Z দেওয়া আছে। মুলত আমি যা খুজতে ছিলাম তাই পেয়ে গেলাম। সুতরাং নতুন করে আমাকে কিছু লিখতে হল না। তবে এই তথ্যাবলীকে অআপনাদের সুবিধার জন্য এক নজরে পেশ করছি-
১। এই সাইট থেকে যতটুকু তথ্য পেলাম দেখা গেল এই সাইটের ৯৯.১% ভিজিটর বাংলাদেশ থেকে!
২। এটিকে আমেরিকান সাইট বলা হলেও ডাহা মিথ্যা কথা! এই সাইটের জন্ম ঢাকায় হয়েছে।
৩। এই সাইটের ডোমেইন কেনা হয়েছে GoDaddy থেকে, রেজিস্ট্রেশন করা হয়েছে ২০ ফেব্রুয়ারি ২০১১ তারিখে। হালনাগাদ করা হয়েছে গত ২৭ সেপ্টেম্বর তারিখে। হোস্টিং কেনা হয়েছে SoftLayer নামক সস্তা একটি প্রতিষ্ঠান থেকে। ডোমেইন নাড়ি-নক্ষত্রের লিংক-
http://who.godaddy.com/whois.aspx?domain=dolancer.com&prog_id=GoDaddy
৪। ডুল্যান্সাররা দাবী করেন রোকন সাহেব এই ডুল্যান্সারের বাংলাদেশ অফিসের প্রধান। ইনি কি আমেরিকা থেকে বাংলাদেশ অফিস চালান? রোকন সাহেবের অস্তিত্বের ব্যাপার বলি। এই ডুল্যান্সারের ফেইসবুক ফ্যানপেইজে যান (http://www.facebook.com/dolancerinc) পেইজের বাম দিকে নিচে দেখবেন Likes-এর নিচে Rokon U. Ahammed.
৫। এই সাইট কোড-ইগনিটার পিএইচপি ফ্রেমওয়ার্কে করা হয়েছে। যাঁরা জানেন, তাঁরা ঘটনা আঁচ করেছেন। সাইটের SQL ইনজেক্ট করা যায়! কয়েকটি লিংক দেখলে কিছুটা বুঝতে পারবেন।
লিংক একঃ http://dolancer.com/index.php/project/viewAllProjects/flag, পেইজের এক জায়গায় পাবেন
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined variable: pName
Filename: project/viewAllProjects.php
Line Number: 20
লিংক দুইঃ http://dolancer.com/index.php/project/viewAllProjects/0 দেখুন, জগাখিচুড়ি!
লিংক তিনঃ http://dolancer.com/?keyword&c=search&category&group1=Providers এই পেইজ লোড হয় না।
লিংক চারঃ http://dolancer.com/?keyword একই কেইস।
লিংক পাঁচঃ http://dolancer.com/index.php/about লিংকের পুরোটা খেয়াল করুন, একটা সাইটের লিংক কখনো এরকম হয়?
এখন Dolancer এর আরো অজানা মজার তথ্য ও বিচিত্র ঘটনা জানতে যাদের আগ্রহ রয়েছে তারা পিডিএফ ফাইল ডাউনলোড করে নিয়ে ঝটপট পড়ে ফেলুন ও অন্যকে পডতে উসাহিত করুন। ডাউনলোড লিংক এখানে -http://www.ziddu.com/download/18502243/AMDdolancer.zip.html
নতুনদের জন্য পরামর্শ
আসলে এমনিতেই আমাদের দেশে ইন্টারনেট ইউজার তুলনা মূলক কম আর যারাই নেট ইউজ করছে তাঁরা শুরুটা করছে ফেসবুক/মেসেঞ্জারে সময় দিয়ে। হঠাৎ যখন শুনেছে যে ইন্টারনেটে টাকা আয় করা যায়, আর যাচাই বাছাই না করেই কিছু লোকের অপপ্রচারণায় নেমে পড়ছে পিটিসি কিংবা এমএলএম এর মতো ‘হায় হায়’ কোম্পানিতে। বেকারত্বের সুযোগ নিয়ে ডুল্যান্সার বা স্কাইল্যান্সারের মতো ওয়েবসাইট আমাদের দেশের সহজ সরল মানুষের মেধা গুলোকে পঙ্গু করে দিচ্ছে। ইন্টারনেট সম্পর্কে সঠিক জ্ঞান না থাকায় সময়টাকে উপযুক্ত ব্যবহার না করে কিছু এমএলএম আর পিটিসি সাইটের পিছনে নিজেদের মননশীলতা বিকিয়ে দিচ্ছে তরুণরা।
এসব সাইট মেধাগুলোকে অলস করে দিচ্ছে। নিজে কিছু করার ব্যাপারে অনুৎসাহিত করছে এবং প্রোডাক্টিভিটি কমিয়ে দিচ্ছে। সামান্য কিছু টাকার নেশায় অনেকে মূল্যবান সময় নষ্ট করছে কিন্তু কিছুই শিখছে না। ইন্টারনেট একটা বিশাল প্লাটফর্ম যেখানে কিছু করে দেখানোর অনেক অনেক সুযোগ রয়েছে। নতুনরা অনলাইন জগতের বিভিন্ন ক্ষেত্রগুলোতে নিজেদের ভালো অবস্থান তখনি তৈরি করতে পারবে যখন তাঁরা ভালো গাইডলাইন আর ভালো শিক্ষা পাবে, এ জন্য আমি বলবো যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিতে। ক্লিক করেই টাকা ইনকাম করা যায় এমন ধারনা পাল্টাতে হবে, কর্মমুখী কিছু শিখুন যা ভবিষ্যতে অনেক অনেক কাজে আসবে।
আমি বলবো যাদের সত্যিকারেই ফ্রিল্যান্সিং কিংবা ব্লগিং করছে এবং অভিজ্ঞ তাদের শরণাপন্ন হোন, কিংবা কোন সুনাম ধন্য আইটি ফার্ম বা আউটসোর্সিং প্রতিষ্ঠান এর মাধ্যমে ওয়েব ডিজাইন-ডেভেলপিং, গ্রাফিক্স ডিজাইন, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং, গেম ডেভেলপমেন্ট, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অথবা অন্য কোন অনলাইন মার্কেটিং স্ট্র্যাটেজি হাতে কলমে শিখে নিন।
  • 0Blogger Comment
  • Facebook Comment