আসুন গুনধর সেই দুই পুলিশ অফিসারের পরিচয় জেনে নেই

undefined
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার হারুণ অর রশীদ

এই মারমুখী পুলিশ হারুন ছাত্রলীগের বাহাদুর ব্যাপারী এবং অজয় কর খোকন কমিটির কেন্দ্রীয় সদস্য ছিলেন। থাকতেন ঢাবির সুর্যসেন হলে। তার বিরুদ্ধে রয়েছে চাঞ্চ্যল্যকর দুটি চাঁদাবাজির অভিযোগ। যার একটি হল শিশু অপহরন করে ৯৭ সালে টাকা আদায় এবং আরেকটি হল পুরান ঢাকার এক মুক্তিযোদ্ধা ব্যবসায়ী থেকে ১০ লাখ টাকা চাঁদা গ্রহণ। আযোগ্য এই ব্যক্তিকে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার পদে নিয়োগ দেয়ায় অনেক মেধাবী পুলিশ অফিসারের ক্ষোভ রয়েছে।

undefined
এসি বিপ্লব সরকার

উনার ইতিহাস আরো চমকপ্রদ। ২০০৩ সালে জোট সরকারের সময় সারদায় পুলিশ প্রশিক্ষণ ইনিঃ এ প্রশিক্ষণকালীন সময়ে এই বিপ্লব সরকার কাউকে না জানিয়ে DV ভিসায় আমেরিকা চলে যান। আর ফেরত আসেন বর্তমান মহাজোট সরকারের সময়ে। স্পিকার এর এলাকার ছেলে হিসেবে তাকে দেয়া প্রাজ পোস্টিং। আর আজকের ঘটনায় "থাপড়ায়ে তোর দাত ফেলায়ে দেব, শুয়ারের বাচ্চা কোথাকার" উক্তিটি উনিই করেছিলেন। তিনার দলীয় পরিচয় তিনি ছাত্রলীগের জগ্ননাথ হল শাখার সাবেক সেক্রেটারী।

আর এই উভয় পুলিশের গ্রামের বাড়িই কিশোরগঞ্জের। /:)

সুত্র- View this link



৫.
  • 0Blogger Comment
  • Facebook Comment